তাইওয়ানের নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ বন্ধের তাগিদ চীনের
2024-01-11 20:50:00

জানুয়ারি ১১: তাইওয়ানের নির্বাচনে যুক্তরাষ্ট্রের যে-কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধের তাগিদ দেয় বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।


তিনি বলেন, বিশ্বে মাত্র একটি চীন রয়েছে, তাইওয়ান হচ্ছে তার একটি অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের যে-কোনো ধরনের সরকারি বিনিময়ের বিরোধিতা করে চীন। যুক্তরাষ্ট্রের উচিত ‘এক-চীননীতি’ ও ‘তিনটি চীন-মার্কিন যৌথ ঘোষণা’ মেনে চলা, সাবধানে ও সুষ্ঠুভাবে তাইওয়ান বিষয়ক আচরণ করা, তাইওয়ানের সাথে সরকারি পর্যায়ের যোগাযোগ ও বিনিময় বন্ধ করা, এবং তাইওয়ানের বিছিন্নতাবাদীদের কাছে ভুল সংকেত পাঠানো বন্ধ করা। 


মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত নয় তাইওয়ানের নিবার্চনে কোনোভাবে হস্তক্ষেপ করা। এতে দু’দেশের সম্পর্ক ও তাইওয়ান প্রণালীর দুপারের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন হবে। 


মাও নিং বলেন, তাইওয়ানের নিবার্চন চীনের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। প্রকাশ্যে তাইওয়ানের নিবার্চনে মার্কিন হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করে চীন। 


তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষায় চীনের মানুষ ও বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। 

(আকাশ/আলিম/ফেইফেই)