‘তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক বিনিময়ের বিরোধিতা করে চীন’
2024-01-10 18:22:41

জানুয়ারি ১০: বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে এবং তাইওয়ান তার একটি অবিচ্ছেদ্য অংশ। এ কারণেই চীন সর্বদা যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে যে-কোনো ধরনের আনুষ্ঠানিক বিনিময়ের বিরোধিতা করে আসছে। আজ (বুধবার) চীনের পররাষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, মার্কিন কংগ্রেসসদস্যদের উচিত ‘এক-চীননীতি’ এবং ‘চীন-যুক্তরাষ্ট্র তিনটি যুক্ত ইস্তাহার’ মেনে চলা, তাইওয়ান-সম্পর্কিত সমস্যাগুলোর ব্যাপারে সঠিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা, তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক আদান-প্রদান বন্ধ করা, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত পাঠানো বন্ধ করা, এবং তাইওয়ানের নির্বাচনে কোনোভাবেই হস্তক্ষেপ না-করা।

মুখপাত্র আরও বলেন, বাইরের দেশগুলোর ওপর নির্ভর করায় এবং বিচ্ছিন্নতাবাদী আচরণের জন্য ডিপিপি কর্তৃপক্ষ আখেরে ব্যর্থই হবে। (জিনিয়া/আলিম)