চীন ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টদ্বয়ের ভিডিও-বৈঠক অনুষ্ঠিত
2024-01-10 19:04:35

জানুয়ারি ১০: আজ (বুধবার) বিকালে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের গণমহাভবন থেকে, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে এক ভিডিও-বৈঠকে মিলিত হন। এ সময় তাঁরা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সি চিন পিং বলেন, ফিনল্যান্ড হল গণপ্রজাতন্ত্রী চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম পশ্চিমা দেশগুলোর অন্যতম এবং দীর্ঘদিন ধরে চীনের প্রতি বন্ধুত্বপূর্ণ নীতি মেনে চলা দেশ। বিশেষ করে, প্রেসিডেন্ট নিনিস্তো চীনের সাথে ফিনল্যান্ডের বাস্তবসম্মত সহযোগিতার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তার প্রতি কৃতজ্ঞ।

সি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, চীন-ফিনল্যান্ড সম্পর্ক স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রেখেছে এবং বনশিল্প, কৃষি ও খাদ্যপণ্য, তথ্য ও যোগাযোগ, জ্বালানি ও পরিবেশ সুরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা, ইত্যাদি ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা গভীরতর হচ্ছে।

সি চিন পিং আরও বলেন, চীন ফিনল্যান্ডের সাথে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করতে, নতুন ভবিষ্যৎমুখী সহযোগিতামূলক অংশীদারিত্বকে গভীরতর করতে, আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় জোরদার করতে, যৌথভাবে বহুপাক্ষিকতার পক্ষে কাজ করতে, মুক্ত বাণিজ্য রক্ষা করতে, এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক অবদান রাখতে ইচ্ছুক।

(শুয়েই/আলিম/আকাশ)