ফিলিস্তিনিদের গাজা থেকে উৎখাতের অপচেষ্টা প্রত্যাখ্যান করেছে মিশর
2024-01-10 11:25:24

জানুয়ারি ১০: মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ হাসান শুকরি গতকাল (মঙ্গলবার) পুনরায় ঘোষণা করেন যে, দেশটি ফিলিস্তিনিদের গাজা এলাকা থেকে উৎখাতের যে কোনো অপচেষ্টা প্রত্যাখ্যান করে।

এদিন দেশটির রাজধানী কায়রো সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে যৌথ প্রেস ব্রিফিংয়ে শুকরি বলেন, দু’পক্ষ গাজা এলাকায় সাহায্য দেওয়া এবং ‘দুই রাষ্ট্র তত্ত্ব’ পুনরুদ্ধারের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করা, আঞ্চলিক উন্নয়ন এবং লোহিত সাগরে নৌচালনায় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে।

 

বেয়ারবক অভিন্ন প্রচেষ্টা চালিয়ে শান্তি বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে বলেন, বর্তমানে পাঠানো মানবিক সাহায্য গাজার ২০ লাখ ফিলিস্তিনির জন্য যথেষ্ট নয়। দ্রুত স্থানীয়দের হাতে সাহায্য পৌঁছানো উচিত।

(প্রেমা/তৌহিদ/রুবি)