গরম শীত
2024-01-10 19:01:00

ছাই ই লিন, ১৯৮০ সালের ১৫ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনা ভাষার সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন পোশাক ডিজাইনারও বটে।

১৯৯৮ সালে ছাই ই লিন তাইওয়ানের নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। এর মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ১৯৯৯ সালের জুলাই মাসে তাঁর প্রথম ব্যক্তিগত গান ‘বিশ্বের প্রতিবেশী হওয়া’ প্রকাশিত হয়। তখন থেকে তাঁর সংগীতজীবন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। গত সেপ্টেম্বর মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘জোলিন’ বাজারে আসে। এই অ্যালবাম দিয়ে তিনি সংগীত মহলে উচ্চ মর্যাদা অর্জন করতে পেরেছেন।

 

এখন শুনুন ছাই ই লিনের গান ‘তুমি কি এখনো আমাকে ভালোবাসো?’। গানের কথায় বলা হয়, রাতে বৃষ্টির শব্দ হচ্ছে। আলতো করে হৃদয়ের সুর নাড়ে। আমি সাহায্য করতে পারি না কিন্তু তোমার কথা ভাবতে পারি। সেই মধুর স্মৃতি আমার চোখ সবসময় ভিজে যায়। ভালবাসার কিছু শ্বাস প্রয়োজন। মাঝে মাঝে একটু দূরত্ব বজায় রাখো। বন্ধুদের কাছে ফিরে যাও। তুমি স্বাধীনভাবে আসো। এখন থেকে তোমাকে মিস করি। শুধু আমার হৃদয়ে থাকতে পারে। তুমি কি এখনো আমাকে ভালোবাসো। আমি সবসময় তোমাকে এ প্রশ্ন জিজ্ঞাসা করতে চেয়েছি।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, এখন শুনুন ছাই ই লিনের গান ‘গরম শীত’। গানের কথাগুলো এমন: এই মৌসুমে প্রচণ্ড শীত পড়বে না। যখন তুমি আসো, একটি উষ্ণ অনুভূতি হবে। স্নোফ্লেক্স অদৃশ্য হওয়ার আগে, আমি শুধু তোমার প্রেমে পড়তে চাই। একটি উষ্ণ আলিঙ্গনে আইসবার্গও গলে যাবে। প্রেম তখন গোটা শীত আলোকিত করে।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ছাই ই লিনের গান ‘একটি রাস্তাকে ভালোবেসেছি’। গানের কথাগুলো এমন: একটি রাস্তার প্রেমে পড়েছি। ছোট ও বাঁকা। কত দূর, কত দূর। রাস্তার শেষে তুমি আমার জন্য অপেক্ষা করছো। একটি রাস্তার প্রেমে পড়েছি।  আমি হারিয়ে গেলেও, আমি আমার ভালবাসা ব্যবহার করতে চাই।

শুনুন এই গান।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি ছাই ই লিনের আরেকটি গান, গানের নাম ‘কবির হাঁটা’। আশা করি, গানটি আপনাদের ভালো লাগবে।