মার্কিন বন্ধুর চিঠির জবাব দিলেন সি চিন পিং
2024-01-10 17:22:35

জানুয়ারি ১০: গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং  যুক্তরাষ্ট্রের আইওয়ায় তার বন্ধু সারাহ ডি. ল্যান্ডের চিঠির জবাব দেন।

জবাবি চিঠিতে সি চিন পিং বলেন, ৪৫ বছর আগে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দু'দেশের মধ্যে সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে আসছে এবং পারস্পরিক সহযোগিতা থেকে সুফলও অর্জিত হয়েছে, যা উভয় দেশ তথা গোটা বিশ্বের জন্য কল্যাণকর প্রমাণিত হয়েছে। চীন-মার্কিন সম্পর্কের অর্জনগুলো মূলত দুই দেশের জনগণের যৌথ প্রচেষ্টার ফল। চীন-মার্কিন সম্পর্কের অব্যাহত বিকাশের জন্য দুই দেশের জনগণের ওপর আরও বেশি নির্ভর করতে হবে।

সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন-মার্কিন সম্পর্কের ভবিষ্যত তরুণদের ওপর নির্ভর করে। চীনে একটি কথা প্রচলিত আছে, সেটি হচ্ছে: হাজার হাজার বই পড়া ও হাজার হাজার মাইল ভ্রমণ করা। আগামী পাঁচ বছরে ৫০ হাজার আমেরিকান যুবক-যুবতী ও কিশোর-কিশোরীকে চীনে আমন্ত্রণ জানানো হবে। এতে মার্কিন যুবক-যুবতী ও কিশোর-কিশোরীরা নিজেদের চোখে চীনকে দেখতে পাবে এবং নিজেদের কানে চীনের কথা শুনতে পাবে; তাঁরা সত্যিকারের চীন সম্পর্কে ধারণা পাবে। আর তা হবে দু’দেশের পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর একটি উপায়।

সি চিন পিং চিঠিতে আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্র যথাক্রমে বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল ও উন্নত দেশ। এই পৃথিবীর ভবিষ্যতের জন্য চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীলতা ও উন্নতি প্রয়োজন। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের স্থিতিশীল, সুষ্ঠু ও টেকসই উন্নয়নের জন্য বেইজিং ওয়াশিংটনের সাথে যৌথভাবে কাজ করে যেতে ইচ্ছুক। (শুয়েই/আলিম/আকাশ)