চীন-মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যায়ের কর্মসম্মেলন অনুষ্ঠিত
2024-01-10 20:02:34


জানুয়ারি ১০: গত ৮ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত, ১৭তম চীন-মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যায়ের কর্মসম্মেলন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়। 


সম্মেলনে চীনা পক্ষ জানায়, সমতা ও সম্মানের ভিত্তিতে, মার্কিন সশস্ত্রবাহিনীর সাথে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক উন্নয়নে আগ্রহী পিএলএ। দু’পক্ষের উচিত একযোগে দু’দেশের শীর্ষ নেতৃবৃন্দের সানফ্রান্সিসকো বৈঠকের সামরিক খাতের গুরুত্বপূর্ণ মতৈক্যসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। আর যুক্তরাষ্ট্রের উচিত চীনের উদ্বেগকে গুরুত্ব দেওয়া এবং দু’দেশের সশস্তবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করা। 


চীনা পক্ষ জোর দিয়ে আরও জানায়, তাইওয়ান বিষয়ে বেইজিং কোনো আপস করবে না। যুক্তরাষ্ট্রের উচিত ‘একচীন-নীতি’ মেনে চলা, নিজের প্রতিশ্রুতি রক্ষা করা, তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করা, এবং তাইওয়ানের ‘বিছিন্নতাবাদীদের’ বিরোধিতা করা। 


পাশাপাশি, যুক্তরাষ্ট্রের উচিত দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি কমানো এবং কোনো কোনো দেশের উস্কানিমূলক আচরণকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকা। 


এ ছাড়া, সম্মেলনে চীনের মৌলিক স্বার্থবিষয়ক কিছু বিষয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়ে বেইজিংয়ের অবস্থান তুলে ধরা হয়। (আকাশ/আলিম/ফেইফেই)