আঞ্চলিক বিনিয়োগ ও অর্থনীতির উন্নয়নে চীন কাজ করে যাবে: মুখপাত্র
2024-01-10 20:13:45

জানুয়ারি ১০: শুল্কছাড় অব্যাহত রেখে আঞ্চলিক বাণিজ্যে বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে চীন ইতিবাচক ভূমিকা রেখে যাবে। আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। 


আরসিইপি কার্যকর হবার দু’বছর পুর্তি প্রসঙ্গে মুখপাত্র বলেন, আরসিইপি হচ্ছে আঞ্চলিক একীকরণের পথে একটি মাইলফলকস্বরূপ; এটি এতদঞ্চলের দেশসমূহের মধ্যে উন্নয়নের সুবিধা ভাগাভাগি করার একটি উদাহরণ। 


মুখপাত্র বলেন, গত বছরের প্রথম ১১ মাসে, থাইল্যান্ড, ভিয়েতনামসহ আরসিইপি দেশসমূহ থেকে চীন মোট ৪৬৬১ কোটি ইউয়ানের ডুরিয়ান আমদানি করেছে, যা ২০২১ সালের ১.৭ গুণ।  


তিনি আরও বলেন, চীন আরসিইপিভুক্ত দেশসমূহের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে যাবে। (আকাশ/আলিম/ফেইফেই)