গাজায় যুদ্ধবিরতির জন্য সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান চীনের
2024-01-10 11:04:24

জানুয়ারি ১০: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং গতকাল (মঙ্গলবার) বলেছেন, চীন গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সমাজকে সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানিয়েছে। সেদিন অনুষ্ঠিত জাতিসংঘ ফিলিস্তিন-ইসরায়েল সংক্রান্ত এক সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

কেং শুয়াং বলেন, এবারের ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ ৩ মাস ধরে চলেছে, গাজায় অভূতপূর্ব মানবিক বিপর্যয় ঘটছে। শিগগিরি যুদ্ধবিরতি বাস্তবায়ন করা আন্তর্জাতিক সমাজের দাবি, যা শান্তি প্রতিষ্ঠার মৌলিক শর্ত। তবে, নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছায়নি। গত বছরের ২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আবার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে, এ বিষয়ে চীন খুব হতাশ।

তিনি বলেন, বেসামরিক মানুষের জীবন বাঁচানো, আঞ্চলিক অস্থিতিশীলতা এড়ানো এবং ‘দুই রাষ্ট্র তত্ত্ব’ বাস্তবায়নের জন্য অবিলম্বে যুদ্ধবিরতি করতে হয়। শুধুমাত্র যুদ্ধবিরতি করলেই হতাহত বন্ধ হবে, মানবিক উদ্ধার করা যাবে। এভাবে মধ্যপ্রাচ্যের আরো বেশি অঞ্চলকে যুদ্ধ ও সংঘাতে ঠেলে দেওয়া থেকে রক্ষা করা যেতে পারে। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল ও অর্থপূর্ণ পদক্ষেপ নিতে এবং গাজায় যুদ্ধবিরতি ও ‘দুই রাষ্ট্র তত্ত্ব’ বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তার জন্য অব্যাহত কাজ করবে চীন।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)