তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ৫২
2024-01-10 16:43:23

                                   

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।

১. পূর্ব চীনে কাজের সুযোগ বাড়িয়েছে শীতকালীন ক্রীড়া

 

চীনে শীতকালে খেলাধুলা বাড়ে। আর ক্রীড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পায়। এবারও তার ব্যত্যয় ঘটেনি। পুরো মৌসুমে প্রশিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু কাজের সুযোগ তৈরি হয়। আর এসবে তরুণদেরকে প্রাধান্য দেওয়া হয়। 

 

চীনের অনেক অঞ্চলে শীতের প্রভাবে স্নো স্পোর্টস আবার জনপ্রিয় হয়ে উঠেছে। দক্ষিণ চীনে, ইনডোর স্কি ঢালগুলো খেলাপ্রেমীদের আরও আনন্দ দিচ্ছে এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোচদেরও আকর্ষণ করছে।

 

দীর্ঘ শীতকাল এবং রঙিন বরফ উৎসবের জন্য বিখ্যাত উত্তর-পূর্ব চীনের হারবিন শহর। আর এই শহর থেকে এসেছেন ২৮ বছর বয়সী লিউ চি ইউয়ান। তিনি একজন অভিজ্ঞ তরুণ স্কি প্রশিক্ষক। গত মাসে তিনি শাংহাইয়ের থাইসাং ঘুরে এসেছেন। সেখানে খুব বেশি তুষার নেই। কিন্তু সেখানকার মানুষের তুষার খেলার প্রতি খুব আগ্রহ দেখে লিউ উৎসাহ বোধ করেন।

 

 

"এখানে আসার পর, আমি বুঝতে পেরেছি যে, এখানকার লোকেরা উত্তরের চেয়ে বেশি স্কিইং পছন্দ করে। তারা এটি সম্পর্কে অনেক উত্সাহী। তারা যখনই সময় পায় তখনই স্কিইং করতে আসে।"  

 

শাংহাইয়ের পাশের একটি স্কি রিসোর্ট ‘স্কি স্লোপ লিউ’। এটি ইয়াংচি নদীর অববাহিকা অঞ্চলের বৃহত্তম ইনার স্লপে পরিণত হয়েছে। শাংহাই থেকে স্কি প্রেমিকদের আকৃষ্ট করছে এটি।  

 

এখানে আসা অনেক পর্যটকই প্রথমবারের মতো স্কি খেলেন। এটি স্কি প্রশিক্ষকদের জন্য সুযোগ তৈরি করছে বলে মনে করেন লিউ। এসময় তিনি আরও বলেন, শাংহাই থেকে রিসোর্টে যেতে সময় লাগে মাত্র এক ঘণ্টা। লোকেরা শুক্রবারে কাজের পরেও স্কিইং করতে যেতে পারেন সেখানে। তারা উত্তর-পূর্বের অভিজ্ঞ প্রশিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন।

 

উত্তর-পূর্ব চীন থেকে আসা শতাধিক প্রশিক্ষক এই রিসোর্টে প্রশিক্ষণ দিচ্ছেন। তাদেরকে বিভিন্ন মেয়াদে বুক করা হয়েছে। তারা সে অনুযায়ী কাজ করছেন। এতে কর্মসংস্থান তৈরি হয়েছে।   

বেইজিং শীতকালীন অলিম্পিকের পর দক্ষিণ চীনে শীতকালীন ক্রীড়ার জনপ্রিয়তা বাড়তে থাকে বলে জানান রিসোর্ট কর্তৃপক্ষ।

 

এই বছরের জানুয়ারিতে প্রকাশিত চায়না ট্যুরিজম একাডেমির একটি রিপোর্টে বলা হয়েছে, চীনে ২০২৪ সালের মধ্যে স্নো স্পোর্টস ট্যুরিস্টের সংখ্যা ৫০ কোটিতে পৌঁছাবে।

 

প্রতিবেদক : রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদক : শিহাবুর রহমান

 

২. বাংলাদেশি তরুণরা যা ভাবছে  

 

বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে, নতুন বছরে আরও অনেক উন্নয়ন হবে এবং সুনির্দিষ্ট সমস্যা নিয়ে বাংলাদেশ সরকার কাজ করলে এই দেশ অনেক এগিয়ে যাবে। 

 

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছে পুরানো বছর কেমন গেলো এবং নতুন বছরে কী প্রত্যাশা তা জানতে চাইলে সিএমজি বাংলাকে তারা এসব কথা বলেন।  

 

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা, মেধার সঠিক মূল্যায়নের অভাব এবং অপর্যাপ্ত কর্মসংস্থানসহ নানা বিষয় নিয়েও কথা বলেন শিক্ষার্থীরা। তারা প্রত্যেকেই উন্নত জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।

     

সাক্ষাৎকার গ্রহণ : রওজায়ে জাবিদা ঐশী

 

৩. শীতকালীন যুব অলিম্পিকের জন্য চীনা ক্রীড়াদল

 

চতুর্থ শীতকালীন যুব অলিম্পিক গেমস চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় আয়োজিত হবে। গত ৫ জানুয়ারি গেমসের জন্য বেইজিংয়ে চীনা ক্রীড়াদল ঘোষণা করা হয়।

 

এবারের শীতকালীন যুব অলিম্পিক গেমসে মোট ৮১টি ইভেন্ট থাকছে। ৮০টি দেশ ও অঞ্চলের প্রায় ১৯০০ জন তরুণ খেলোয়াড় এতে অংশগ্রহণ করবেন। চীনা ক্রীড়া প্রতিনিধিদলের মোট সদস্য সংখ্যা ৯৮ জন। তাঁরা এবারের গেমসের ৫০টি ইভেন্টে অংশ নেবেন।

চীনা ক্রীড়া প্রতিনিধিদল জানায়, এবারের শীতকালীন যুব অলিম্পিক গেমস হবে ২০২২ সালের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পর, চীনা ক্রীড়া প্রতিনিধিদলের অংশ নেওয়া প্রথম শীতকালীন আন্তর্জাতিক গেমস।

 

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।  

 

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী 

অডিও সম্পাদনা: রফিক বিপুল/রওজায়ে জাবিদা ঐশী 

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী