গাজায় সংঘর্ষে ৮৫ শতাংশ বাসিন্দা গৃহহীন হয়েছে
2024-01-10 11:43:01

জানুয়ারি ১০: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের জেনিভা কার্যালয়ের প্রেস ব্রিফিংয়ের এক পরিসংখ্যানে বলা হয়, ৭ অক্টোবর থেকে ফিলিস্তিন ও ইসরাইলের নতুন দফা সংঘর্ষের পর এ পর্যন্ত গাজায় ১৯ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছে, যা গাজায় মোট জনসংখ্যার ৮৫ শতাংশ। স্থানীয় চিকিত্সা ব্যবস্থাতেও ভয়াবহ চাপ তৈরি হয়েছে।

এদিন জাতিসংঘের জেনিভা কার্যালয়ের সংবাদ বিভাগের পরিচালক রোল্যান্ডো গোমেজ জানান যে, গাজায় গৃহহীন লোকসংখ্যা এতো বেশি, যা ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

এদিকে, ফিলিস্তিনের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, গাজায় ২৩ হাজারেরও বেশি মানুষ সংঘর্ষে প্রাণ হারিয়েছে, যা মোট জনসংখ্যার ১ শতাংশ এবং আহতের পরিমাণ ৫৯ হাজার; যা মোট সংখ্যার ২.৭ শতাংশ। গাজায় নিরাপদ ত্রাণসামগ্রী পরিবহনের মানবিক করিডোরের অভাব রয়েছে। ফলে, গত ২৬ ডিসেম্বর থেকে গাজার উত্তরাঞ্চলে ৬ দফার চিকিত্সা সরঞ্জাম পরিবহন পরিকল্পনা বাতিল করেছে হু।

 

হু’র জরুরি চিকিত্সক দলের সমন্বয় কর্মী শন কেসি বলেন, গাজার দক্ষিণাঞ্চলের রাফায় ১০ লাখেরও বেশি শরণার্থী জড়ো হয়েছে। গাজার চিকিত্সা ব্যবস্থা অতিরিক্ত চাপে পড়েছে এবং মধ্যাঞ্চলের আকসা হাসপাতাল ও দক্ষিণাঞ্চলের নাসার চিকিত্সা কেন্দ্রে ৭০ শতাংশেরও বেশি চিকিত্সক পরিবারের সদস্যদের নিয়ে অন্য জায়গায় পালিয়ে গেছেন।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)