ছাং'এ-৬ চাঁদের দূরবর্তী এলাকা থেকে নমুনা সংগ্রহ করবে
2024-01-10 18:21:40

জানুয়ারি ১০: চীনের চন্দ্রমিশনের পরবর্তী মহাকাশযান ছাং’এ-৬ চাঁদের দূরবর্তী এলাকা থেকে নমুনা সংগ্রহ করবে। যানটি চলতি বছরের প্রথমার্ধে চাঁদে অবতরণ করবে ও নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরে আসবে। চীনের জাতীয় মহাকাশ প্রশাসন এ তথ্য জানিয়েছে।

প্রশাসন জানায়, গত সোমবার ও মঙ্গলবার চন্দ্রযান ছাং’এ-৬-এর বিভিন্ন অংশ এন-১২৪ ও ইয়ুন-২০ বিমানে হাইনান মেইলান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তারপর, এগুলোকে সড়কপথে চীনের ওয়েনছাং মহাকাশ উত্ক্ষেপণকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

প্রশাসন আরও জানায়, চন্দ্রযান উত্ক্ষেপণের জন্য প্রস্তুতিমূলক কাজ পরিকল্পনা অনুসারে চলছে। (জিনিয়া/আলিম/ফেই)