বেসামরিক নাগরিকদের রক্ষায় গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে: ইউএই প্রেসিডেন্ট
2024-01-09 11:10:14

জানুয়ারি ৯: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গতকাল (সোমবার) বলেন, ফিলিস্তিনের গাজা এলাকায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করে বেসামরিক নাগরিকদের রক্ষা করতেই হবে।

ডব্লিউএএম-এর খবর অনুযায়ী, এদিন তিনি আবু ধাবিতে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে এক বৈঠক করেন। দু’পক্ষ আঞ্চলিক সংঘর্ষ বৃদ্ধি এড়ানোর গুরুত্ব এবং আঞ্চলিক স্থিতিশীলতা বাস্তবায়নের জন্য সুস্পষ্ট শান্তিপূর্ণ ভবিষ্যত অন্বেষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

 

মোহাম্মদ বলেন, সীমানা ছাড়া স্থানীয় অধিবাসীদের স্থায়ী ও নিরাপদ মানবিক সাহায্য দেয়ার পাশাপাশি তাদের বাধ্যতামূলক স্থানান্তর বন্ধ করতে হবে।

(প্রেমা/তৌহিদ/রুবি)