বেইজিং-শাংহাই রুটে চীনে তৈরী বড় বিমান
2024-01-09 19:21:47

জানুয়ারি ৯: চীনে তৈরী বড় বিমান সি-৯১৯ বেইজিং-শাংহাই রুটে বাণিজ্যিক ভিত্তিতে চলাচল শুরু করেছে আজ (মঙ্গলবার)। শাংহাই-ছেংতু বাণিজ্যিক রুটের পর, এটি এই বিমানের দ্বিতীয় বাণিজ্যিক রুট। চায়না ইস্টার্ন এয়ারলাইনস এ তথ্য জানিয়েছে।


আজ (মঙ্গলবার) বিকালে, চায়না ইস্টার্নের একটি সি-৯১৯ বিমান, এমইউ-৫১৩৭ নামে, যাত্রী নিয়ে শাংহাই হংছিয়াও আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এবং পরে বেইজিং তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 


বর্তমানে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বহরে ৪টি সি-৯১৯ বিমান রয়েছে। চলতি বছর এ ধরনের আরও বিমান ক্রয়ের পরিকল্পনা আছে এয়ারলাইনটির।


উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের সি-৯১৯ বিমান মোট ৬৫৫ বার আকাশে উড়েছে এবং ৮২ হাজার যাত্রী বহন করেছে। 

(আকাশ/আলিম/ফেইফেই)