চীনে দ্রুতগতির রেলপথের দৈর্ঘ্য ৪৫ হাজার কিলোমিটার
2024-01-09 19:24:02

জানুয়ারি ৯: ২০২৩ সালের শেষ নাগাদ পর্যন্ত, চীনে রেলপথের মোট দৈর্ঘ্য ছিল ১৫৯ হাজার কিলোমিটার। এর মধ্যে দ্রুতগতির রেলপথের দৈর্ঘ্য ৪৫ হাজার কিলোমিটার। আজ (মঙ্গলবার) চায়না ন্যাশনাল রেলওয়ে গ্রুপ কোম্পানির এক কর্মসম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। 


কোম্পানির উপাত্ত অনুসারে, ২০২৩ সালে রেলপথ নির্মাণের কাজ পরিকল্পনামাফিক সামনে এগিয়েছে। এ বছর মোট ৩৬৩৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মিত হয়েছে। এর মধ্যে দ্রুতগতির রেলপথের দৈর্ঘ্য ২৭৭৬ কিলোমিটার।  


কোম্পানি আরও জানায়, ২০২৩ সালে লিচিয়াং-শাংরিলা রেলপথ, কুইইয়াং-নাননিং দ্রুতগতির রেলপথসহ মোট ৩৪টি প্রকল্প বাস্তবায়িত হয়। পাশাপাশি, কুয়াংচৌ পাই ইউন রেলস্টেশনসহ মোট ১০২টি রেলস্টেশন চালু হয়। তা ছাড়া, ছংছিং-ওয়ানচৌ দ্রুতগতির রেলপথসহ মোট ১১২টি চলমান প্রকল্পের বাস্তবায়নকাজও সুষ্ঠুভাবে চলেছে গেল বছর। (আকাশ/আলিম/ফেইফেই)