চীনের ২০২৩ সালের কূটনীতি পর্যালোচনা করলেন ওয়াং ই
2024-01-09 18:44:12

জানুয়ারি ৯: চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক সেমিনারে, ২০২৩ সালের আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনের কূটনীতি ব্যাখ্যা করেন।

ওয়াং ই বলেন, ২০২৩ ছিল চীনা কূটনীতির জন্য ফলপ্রসূ একটি বছর। এ বছর চীনের কূটনীতি সামনে এগিয়ে গেছে এবং বিশ্বের শান্তি রক্ষা ও উন্নয়নে নতুন অবদান রেখেছে।

ওয়াং ই বলেন, ২০২৩ সালে চীনা বৈশিষ্ট্যময় বড় দেশের কূটনীতিতে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে; মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজে অগ্রগতি হয়েছে, মানবজাতির উন্নত ভবিষ্যতের নতুন প্রেরণা সৃষ্টি হয়েছে; "বেল্ট অ্যান্ড রোড" আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে; ব্রিকস ব্যবস্থার ঐতিহাসিক সম্প্রসারণ অর্জিত হয়েছে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার নতুন শক্তি সংগৃহীত হয়েছে; চীন-মধ্য এশিয়া শীর্ষসম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে; চীনা কূটনীতির কারণে সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে।

ওয়াং ই আরও বলেন, ২০২৪ সালে চীন মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার দিকে মনোনিবেশ করবে, ব্যাপকভাবে চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়নের কাজ এগিয়ে নিয়ে যাবে, এবং বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আরও উন্নত ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করবে। (শুয়েই/আলিম/আকাশ)