ফরাসি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন
2024-01-09 14:16:23

জানুয়ারি ৯: গতকাল (সোমবার) ফরাসি প্রেসিডেন্ট ভবনের সূত্রে জানা গেছে, এদিন দেশের প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এদিন সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর কার্যমেয়াদে বোর্নের সব কাজের জন্য কৃতজ্ঞতা জানান ম্যাখখোঁ। ২০২২ সালের মে মাস থেকে বোর্ন ফরাস প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ফরাসি সরকারের নিয়ম অনুসারে নতুন প্রধানমন্ত্রী শপথগ্রহণের আগে বর্তমান প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

ফরাসি মন্ত্রিসভার পুনর্গঠন নিয়ে অনেক গুজব ছড়িয়ে পেড়েছে। গত বছর ফরাসি নাগরিকদের অবসর ব্যবস্থার সংস্কার ও নতুন অভিবাসী আইন গ্রহণের কারণে নতুন বছর নতুন সরকার গঠন করবেন ম্যাখখোঁ।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)