গাজার মধ্যাঞ্চলে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় অন্তত ৭৩জন নিহত
2024-01-09 14:17:27

জানুয়ারি ৯: গতকাল (সোমবার) গাজায় ফিলিস্তিনের জনস্বাস্থ্য বিভাগের বিবৃতিতে বলা হয়, এদিন গাজার মধ্যাঞ্চলের আকসা হাসপাতালটি অন্তত ১৭২জন হতাহত গ্রহণ করেছে এবং তাদের মধ্যে ৭৩জন মারা গেছে।

ফিলিস্তিন সংবাদ সংস্থার সূত্রে জানা গেছে, ৭ জানুয়ারি রাতে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বায়রাহ শহরের ওপর ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। তাতে নারী ও শিশুসহ অন্তত ১৮জন প্রাণ হারিয়েছে এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

অন্য সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়ালস্ট্রিট জার্নালে সাক্ষাত্কার দেওয়ার সময় বলেছেন, গাজার উত্তরাঞ্চলে ইসরাইলি বাহিনীর শক্তিশালী যুদ্ধ প্রশমন হবে, তবে যুদ্ধের সময় আরো বাড়বে।

উল্লেখ্য, ৭ অক্টোবর থেকে নতুন দফা ইসরাইল ও ফিলিস্তিন সংঘর্ষের পর গাজায় ইসরাইলি বাহিনীর সামরিক অভিযানে ২৩ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ৫৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)