ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন মিশর ও ফিলিস্তিনের নেতা
2024-01-09 11:11:03

জানুয়ারি ৯: মিশরের প্রেসিডেন্ট আবদেলফাত্তাহ আল সিসি গতকাল (সোমবার) রাজধানী কায়রো সফররত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন। দু’পক্ষ ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে গাজা এলাকার ধারাবাহিক সংষর্ঘসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

 

এদিন মিশরের প্রেসিডেন্ট ভবনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দু’দেশের নেতা ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা জোরদারের বিষয়ে বলেন, সব ব্যবস্থার মাধ্যমে সমর্থন দিতে হবে। দু’পক্ষ একমত হন যে, ফিলিস্তিন বিষয়ে আন্তর্জাতিক সমাজ ঐতিহাসিক, রাজনৈতিক ও মানবিক দায়িত্ব পালন করলে ন্যায়সঙ্গত ও সার্বিক সমাধান বাস্তবায়িত হবে।

 

দু’নেতা স্পষ্টভাবে ফিলিস্তিনি চেতনা বা ফিলিস্তিনিদের তাদের মাটি থেকে তাড়িয়ে দেওয়ার অপচেষ্টা প্রত্যাখ্যান করার বিষয়ে একমত হয়েছেন।

(প্রেমা/তৌহিদ/রুবি)