চীনের আইনস্টাইন প্রোব উপগ্রহ উত্ক্ষেপণ
2024-01-09 18:58:56

জানুয়ারি ৯: বেইজিং সময় আজ (মঙ্গলবার) বিকেল ৩টা ০৩ মিনিটে, সিছাং উপগ্রহ উত্ক্ষেপণকেন্দ্র থেকে, লংমার্চ-২সি পরিবাহক রকেটের সাহায্যে, আইনস্টাইন প্রোব স্যাটেলাইট সফলভাবে উত্ক্ষেপণ করে চীন। পরে, স্যাটেলাইটটি মহাকাশের পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। এটি ছিল লংমার্চ সিরিজের ৫০৬তম মিশন। (জিনিয়া/আলিম)