ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা
2024-01-09 16:54:02

জানুয়ারি ৯: ইকুয়েডরের কারাগারে দাঙ্গার পর দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া গতকাল (সোমবার) ‘গুরুতর নাগরিক অস্থিরতার কারণে’ দেশে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ইকুয়েডরের সংবাদ সংস্থা জানায়, ড্রাগ লর্ড অ্যাডলফো ম্যাকিয়াস গত পরশু দেশটির দক্ষিণ-পশ্চিমে গুয়ায়াকিলের লিটোরাল কারাগার থেকে পালানোর চেষ্টা করেন। গতকাল ইরিত্রিয়ার ছয়টি কারাগারে দাঙ্গা শুরু হয় এবং বেশ কয়েকজন কারারক্ষীকে বন্দীরা আটক করে।

 

প্রেসিডেন্ট এদিন সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, তিনি জরুরি আদেশে স্বাক্ষর করেছেন, সশস্ত্র বাহিনী যাতে সম্পূর্ণ রাজনৈতিক ও আইনি সহায়তা নিয়ে অভিযান চালায় তা নিশ্চিত করেছেন।

জরুরি অবস্থা ৬০ দিন চলবে। রাত এগারোটা থেকে পরদিন সকাল পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

 

ইকুয়েডরের নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ২০২৩ সালের অগাস্টে ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ভিলাভিসেনসিওকে রাজধানী কুইটোর উত্তরে একটি নির্বাচনী সমাবেশে যোগদান করার সময় গুলি করে হত্যা করা হয়। তারপরে প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো পরবর্তীতে সারা দেশে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন। ২০২৩ সালের নভেম্বরে, ড্যানিয়েল নোভোয়া ইকুয়েডরের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। তিনে দেশের নিরাপত্তা প্রতিষ্ঠাকে সরকারের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে ঘোষণা করেন।

(অনুপমা/তৌহিদ)