জানুয়ারি ৯: তাইওয়ান প্রণালীর দু’তীরের সমন্বিত উন্নয়নের জন্য নতুন পথ অন্বেষণে ফুচিয়ান প্রদেশকে সহায়তা দিতে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির তাইওয়ানবিষয়ক কার্যালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, এবং শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় গতকাল (সোমবার) যৌথভাবে এসংক্রান্ত একটি দিক-নির্দেশনা প্রকাশ করে। এতে ৫টি বিষয়ে ১৪ ধরনের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করা হয়েছে।
এই ৫টি বিষয় হচ্ছে: প্রথমত, তাইওয়ানের সাথে উন্মুক্তকরণ ও সহযোগিতা সম্প্রসারণে ফুচিয়ানকে সমর্থন করা হবে; দ্বিতীয়ত, তাইওয়ানের সাথে ফুচিয়ানের বাণিজ্যের উন্নয়নকে সমর্থন করা হবে; তৃতীয়ত, ফুচিয়ান ও তাইওয়ানের সুবিধাজনক শিল্পগুলোর সমন্বিত উন্নয়নে আরও কাজ করা হবে; চতুর্থত, ফুচিয়ান ও তাইওয়ানের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অভ্যন্তরীণ উন্নয়ন-প্রক্রিয়ার সাথে সংযুক্ত হতে সহায়তা করা হবে; এবং পঞ্চমত, মূল ক্ষেত্রগুলোর সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করা হবে।
আশা করা হচ্ছে, এসব উদ্যোগ ফুচিয়ান ও তাইওয়ানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিময় এবং সহযোগিতা আরও জোরদার করতে সাহায্য করবে; তাইওয়ান প্রণালীর দু’তীরের সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে; এবং তাইওয়ানের ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে নতুন উন্নয়ন প্যাটার্নে আরও ভালোভাবে সংহত হতে সাহায্য করবে। (জিনিয়া/আলিম/ফেই)