আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন জনাব মোঃ শরিফুল ইসলাম। তিনি বাংলাদেশে নর্দান বিশ্ববিদ্যালয়-এর বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক। পিএইচডি করছেন চীনের হ্যনান প্রদেশের চেংচৌ শহরের চেংচৌ বিশ্ববিদ্যালয়ে। এখানে বিজনেস স্কুলে তাঁর পিএইচডি মেজর হলো অ্যাপ্লাইড ইকনোমিক্স। এটাই তাঁর প্রথম চীনে আসা। এর আগে তিনি বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। সেখানে তিনি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে বিবিএ এবং এমবিএ করেন। বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত পাবনা জেলাতে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।