ফিলিপিন্সের সারঙ্গানির কাছাকাছি সাগরে ৬.৭ মাত্রার ভূমিকম্প
2024-01-09 16:53:11

জানুয়ারি ৯: মঙ্গলবার ভোরে ফিলিপিন্সের সারঙ্গানির কাছাকাছি সাগরে ৬.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি চীন সময় ভোর ৪টা ৪৮ মিনিটে সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার বা দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৭০.৩ কিলোমিটার গভীরে উত্পত্তি হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতাকে ৭.০ উল্লেখ করলেও পরে তা সংশোধন করে ৬.৭ মাত্রা বলে জানায়।

ফিলিপিন্স আগ্নেয়গিরি ও ভূমিকম্পের প্যাসিফিক রিমে অবস্থিত হওয়ায় সেখানে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে।

(অনুপমা/তৌহিদ)