মার্কিন ফেডারেল সরকারের ১.৫৯ ট্রিলিয়ন ব্যয় চুক্তি নিয়ে একমত হয়েছে দুটি রাজনৈতিক দল
2024-01-08 11:25:41

জানুয়ারি ৮: যুক্তরাষ্ট্র সময় ৭ জানুয়ারি মার্কিন জাতীয় কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেন, এদিন ফেডারেল সরকারের স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় ১.৫৯ ট্রিলিয়ন ব্যয় চুক্তির বিষয়ে একমত হয়েছেন জাতীয় কংগ্রেসের দুটি রাজনৈতিক পার্টির নেতা, যাতে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক কাজ ও অন্যান্য কাজ নিশ্চিত করা যায়।

জানা গেছে, এ চুক্তি ২০২৩ সালের পয়লা অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন ২০২৪ অর্থবছরের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৮৮৬ বিলিয়ন মার্কিন ডলার প্রতিরক্ষা খাতে ব্যবহার করা হবে এবং আরো ৭০৪ বিলিয়ন মার্কিন ডলার অন্যান্য খাতে ব্যয় করা হবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)