‘চীন-ডেনমার্ক সম্পর্ক উন্নয়নের ধারায় রয়েছে’
2024-01-08 20:51:07

জানুয়ারি ৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বর্তমানে চীন-ডেনমার্ক সম্পর্ক সুষ্ঠু উন্নয়নের ধারায় রয়েছে। 


তিনি বলেন, ডেনমার্কের রাণী দ্বিতীয় মারগ্রেস চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পর চীন সফরকারী প্রথম পশ্চিমা শীর্ষ নেতা। তিনি ১৯৭৯ সাল ও ২০১৪ সালে দু’বার চীন সফর করেন। উনি হচ্ছেন চীনা জনগণের পুরাতন বন্ধু। তিনি দু’দেশের সম্পর্ক উন্নয়নে  গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 


মাও নিং আরও বলেন, চীন ড্যানিস রাজপরিবারের সাথে, দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে, যৌথভাবে কাজ করে যেতে আগ্রহী। (আকাশ/আলিম/ফেইফেই)