জান্নাতুল আরিফের সাক্ষাত্কার
2024-01-08 15:25:06

আজকের উর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন জান্নাতুল আরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট এসোসিয়েশন। এ ছাড়াও তিনি একজন পিএইচডি গবেষক হিসেবে নর্থ চায়না ইলেক্ট্রিক পাওয়ার ইউনিভার্সিটিতে অধ্যায়নরত। তিনি ২০১৭ সালে চায়নিজ গভর্মেন্ট স্কলারশিপ নিয়ে চীনে মাস্টার্স করতে আসেন। তারপর ২০২১ সালে চায়নিজ গভর্মেন্ট স্কলারশিপ নিয়ে পিএইচডি অধ্যয়ন শুরু করেন।

মি. আরিফের গবেষণার ক্ষেত্র হলো সৌরশক্তি বা সোলার এনার্জি। তিনি উচ্চ দক্ষতার সম্পূর্ণ সোলার সেল তৈরি বিষয়ে গবেষণা করছেন। সাম্প্রতিককালে সোলার সেল এনার্জির ওপর তার দুটি গবেষণাপত্র আন্তর্জাতিক কনফারেন্সে গৃহীত হয়।

মি. আরিফ নিজেকে একজন সমাজকর্মী হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন। তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। ইতিমধ্যে তিনি চীনের বিভিন্ন শহর ভ্রমণ করেছেন। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।