উত্তর কোরিয়ার উপকূলীয় প্রতিরক্ষা বাহিনী কামান প্রশিক্ষণ চালিয়েছে
2024-01-08 11:16:03

জানুয়ারি ৮: গতকাল (রোববার) উত্তর কোরিয়ার সেনাবাহিনীর স্টাফ প্রধান বিভাগ জানায় যে, এদিন দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় প্রতিরক্ষা বাহিনী সংশ্লিষ্ট সামুদ্রিক এলাকার ৪টি নির্দিষ্ট স্থানে লাইভ কামান প্রশিক্ষণ চালিয়েছে।

 

প্রশিক্ষণে মোট ২৩টি উপকূলীয় সরঞ্জামের মাধ্যমে ৮৮টি কামানের গোলা নিক্ষেপ করা হয়। এ প্রশিক্ষণের বিষয়ে স্টাফ প্রধান বিভাগ জানায় যে, এ প্রশিক্ষণের সঙ্গে কোনো সামরিক সীমান্ত লাইনের সম্পর্ক নেই এবং তা কোনো শত্রু দেশের জন্য হুমকি নয়। এটা শুধু উত্তর কোরীয় সেনাবাহিনীর স্বাভাবিক প্রশিক্ষণ।

এ উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়ান স্টাফ প্রধান বিভাগ সতর্কতা জারি করেছে এবং উত্তর কোরিয়াকে অবিলম্বে কামানের গোলা নিক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছে। উত্তর কোরিয়ার সম্ভাব্য উস্কানিমূলক আচরণের ওপর মনোযোগ দিয়েছে সিউল এবং সংশ্লিষ্ট পদক্ষেপ নেবে।

(সুবর্ণা/তৌহিদ/শুয়ে ফেই ফেই)