ইসরায়েলকে সংযম বজায় রাখতে চীনের আহ্বান
2024-01-08 18:14:33


জানুয়ারি ৮: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করেন।

মুখপাত্র বলেন, গাজার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরায়েলের হামলায় আল-জাজিরার সাংবাদিক হুনজা দাহদুহ নিহত হয়েছেন, যিনি গাজায় আল-জাজিরার প্রধান সাংবাদিক ওয়ায়েল আল-দাহদুহ-এর ছেলে। চীন হামলায় নিরীহ সাংবাদিকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

মাও নিং বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে বিগত  তিন মাসে গাজা উপত্যকায় প্রায় ২৩ হাজার মানুষ নিহত হয়েছে এবং শতাধিক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। জাতিসংঘ সংস্থার পরিসংখ্যান অনুসারে, গাজার জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ গৃহহারা হয়েছে। যদিও আন্তর্জাতিক সমাজ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, তবুও যুদ্ধ এখনও ছড়িয়ে পড়ছে এবং নিরীহ মানুষ প্রতিদিন প্রাণ হারাচ্ছে। চীন দৃঢ়ভাবে সকল পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে সংযম বজায় রাখতে, জাতিসংঘের প্রস্তাবগুলোকে আন্তরিকভাবে বাস্তবায়ন করতে, অবিলম্বে সহিংসতা বন্ধ করতে, বেসামরিক নাগরিকদের রক্ষা করতে, এবং অনুরূপ বিপর্যয় এড়াতে আহ্বান জানায়। (শুয়েই/আলিম/আকাশ)