গাজা উপত্যকায় যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চায় কাতার
2024-01-08 17:07:43

জানুয়ারি ৮: কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে থানি গতকাল (রবিবার) বলেন, গাজা উপত্যকায় যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি করতে হবে এবং অঞ্চলটির স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

কাতারের সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে সাক্ষাতের সময় শেখ তামিম বিন হামাদ আলে সানি জোর দিয়ে বলেছেন, গাজা উপত্যকায় শিগগিরি যুদ্ধবিরতি করতে হবে, বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে এবং গাজা উপত্যকার সবখানে যথেষ্ট ও ধারাবাহিক মানবিক সহায়তা ও নিরাপত্তা দিতে হবে।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আলে সানি অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) এক শীর্ষ নেতার সাম্প্রতিক হত্যাকাণ্ড ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষে কাতারের মধ্যস্থতায় প্রভাব ফেলেছে। তবে, কাতার মধ্যস্থতা করার জন্য কঠোর পরিশ্রম করবে। তিনি বলেন, লোহিত সাগরের জলে সংঘটিত শত্রুতা অগ্রহণযোগ্য এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে।

অ্যান্টনি ব্লিনকেন বলেন, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং গাজা উপত্যকা ছেড়ে যেতে বাধ্য করা যাবে না। ফিলিস্তিনের গাজা উপত্যকার স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিন-ইসরায়েল নতুন দফা সংঘাতের পর থেকে, গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানে ২২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ৫৮ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।  (অনুপমা/তৌহিদ)