‘কোনোটিই নয়’
2024-01-08 10:01:25

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী মা তি’র কন্ঠে ‘কোনোটিই নয়’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দক্ষিণ পাহাড়ের দক্ষিণ দিকে’ শীর্ষক গান শোনাবো। গানটির কথা এরকম  : ‘তোমার দক্ষিণাঞ্চলের রোদে বড় তুষারের পরিবেশ, কিন্তু আমার উত্তরাঞ্চলের ঠাণ্ডা রাতে বসন্তকালের গরম। যদি অন্ধকার হওয়ার আগে আমি পারি, তাহলে আমি তোমার চোখ ভুলে যেতে চাই। আজীবন একই স্বপ্ন দেখা শেষ হবে না। সে কাউকেও তোমার সঙ্গে মিলনের সে দ্বীপের কথা বলবে না। কারণ, হৃদয় জনশূন্য এবং বসতিহীন। যদি সব ভূমি সংযুক্ত হয়, তাহলে সে আজীবন ভ্রমণ করার কারণ শুধুমাত্র তোমার সঙ্গে পুনর্মিলন। মাতাল হওয়ার লক্ষ্য হলো স্বপ্নে তোমার সঙ্গে পুনর্মিলন। শুভ রাত্রি। সে শুনেছে, কোনো মানুষ প্রাচীন গান গেয়েছে। গানে বলা হয়েছে, অনেক দূরের সে জায়গা এখনো আছে। দূরের দ্বীপে কোনো দু:খ নেই, কিন্তু সুন্দর সুন্দর ফুল আছে। স্বপ্ন থেকে জেগে উঠেছে, কিন্তু কেটে গেছে আজীবন। দক্ষিণ পাহাড়ের দক্ষিণ দিকে, উত্তরাঞ্চলে শরত্কালে দু:খ লাগে...’।

আচ্ছা, এখন আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন মা তি’র কন্ঠে কয়েকটি গান। হ্যে চিয়ে ১৯৮৬ সালের ২৫ মার্চ চীনের কুইইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কণ্ঠশিল্পী ও অভিনেত্রী। তিনি সিছুয়ান সংগীত একাডেমি থেকে স্নাতক হন। ২০০৫ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় চতুর্থ স্থান হন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতের জগতে প্রবেশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তুমি অবশ্যই সুখী হবে’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হ্যে চিয়ে’র কন্ঠে ‘তুমি অবশ্যই সুখী হবে’ শীর্ষক গান। ২০০৬ সাল থেকে তিনি টিভি সিরিজে পারফর্ম করা শুরু করেন। একই বছর তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন এবং শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর মর্যাদা লাভ করেন। ২০১৫ সালে তিনি একটি নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তিনি ছোটবেলা থেকে সংগীতে বেশি আগ্রহী ছিলেন। ১৯৯৯ সালে তিনি প্রথমবারের মতো একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান পান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হেমেরোক্যালিস ফুল’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হ্যে চিয়ে’র কন্ঠে ‘হেমেরোক্যালিস ফুল’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরে তাঁর কন্ঠে ‘তুমি আমার দৃশ্য’ নামের গানটি শোনাবো। গানটির কথা এমন:  ‘ভ্রমণের পথে অনেক শহর, ভ্রমণের পথে অনেক মানুষ। ব্যস্ত ভ্রমণে আমি ঘুমিয়েছি, তারপর ঘুম থেকে উঠেছি। আমার হৃদয় প্রাকৃতিকভাবে বিশ্রাম নেয়। তুমি হলে আমার দৃশ্য। আকাশে মেঘ, পরিষ্কার বাতাস, আমি অব্যাহত ভ্রমণ চাই না। আমার চোখে শুধুমাত্র তুমি। তোমার হাসি আমার চোখে ভরপুর। ভালোবাসায় খাঁড়া বাঁধ ভূমিতে পরিণত হয়, বন প্রসারিত হয়। ঘন ঘন বন। তুমি গাছের ছায়ায় দাঁড়াও। জটিল জীবন, কিন্তু তুমি থাকলে আমার হৃদয় স্বচ্ছ’।

আচ্ছা, এখন আমারা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন হ্যে চিয়ে’র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে আরেকটি গান শোনাতে চাই। গানটির শিরোনাম খুবই মজার। শিরোনাম হলো ‘আমি জনগণ মহাচত্বরে ফ্রায়েড চিকেন খাই’। গেয়েছেন আ সি। গানের কথা অনেকটা এমন: সম্প্রতি তুমি হঠাত্ ঠাণ্ডা হয়ে গেলে, এতে আমি কিছুটা বিভ্রান্ত। আসলে আমার প্রত্যাশা বেশি না। আমি জানি যে, তুমি আগের মতো আমাকে ভালোবাসবে না। কিন্তু তুমি আমার সঙ্গে ডেটিংও করতে চাও না। তুমি কোনো ব্যাখ্যা দাও না। আমিও জানি, ভালোবাসা অনেক কঠিন। আমিও প্রার্থনা করেছি। আমি জনগণ মহাচত্বরে ফ্রায়েড চিকেন খাচ্ছি। কিন্তু এখন তুমি কোথায়? যদিও হয়তো তুমি রসিকতা করছো, তবুও ক্লান্তিতে আমি কিছু সন্দেহ করতে চাই না। আমি জনগণ মহাচত্বরে ফ্রায়েড চিকেন খাচ্ছি, কিন্তু তুমি কোথায়’?

 আচ্ছা, চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানে কোনো পছন্দের গান শুনতে চান,তাহলে আমাদের জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.163.com. এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হলো caiyue@cri.com.cn। ‘গানের অনুরোধ’ সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।(ছাই/আলিম)