জাপানে ভূমিকম্পে নিখোঁজ হয়েছে ১৭৯জন
2024-01-08 11:27:06

জানুয়ারি ৮: জাপানের নোটো উপদ্বীপের ভূমিকম্পে ইশিকাওয়া জেলায় ৮৪জন মারা গেছে, নিখোঁজের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯জন। জাপানি গণমাধ্যম গত শনিবার এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ভূমিকম্পের পর উদ্ধারের জন্য ‘সোনালি ৭২ ঘণ্টা’ পেরিয়ে গেলেও জাপানি পুলিশ ও দমকল বিভাগের অনুসন্ধান ও উদ্ধারকাজ এখনও চলছে। এখন ইশিকাওয়া জেলার দুর্যোগ এলাকায় যাওয়ার ৯৩টি পথ ভেঙে রয়েছে, ওয়াজিমা ও সুজু শহরে প্রায় ৭৮০জন আটকা পড়েছে। ইশিকাওয়া জেলায় প্রায় ৩০ হাজার পরিবারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ১৩টি শহর পানীয় জলের সংকটে পড়েছে। প্রায় ৩৩ হাজার মানুষ ভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। কানাজাওয়া শহর থেকে ওয়াজিমা ও সুজু শহরে যাওয়ার সড়কে বড় যানবাহনগুলো চলছে। এই পথে দুর্যোগকবলিত এলাকায় ত্রাণসামগ্রী পরিবহনের আশা করা হচ্ছে।

(তুহিনা/তৌহিদ/শুয়েই)