জানুয়ারি ৮: আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং, বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে, যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়া সংলাপ সম্বন্ধে চীনের অবস্থান ব্যাখ্যা করেন।
মুখপাত্র মাও নিং বলেন, চীন লক্ষ্য করেছে যে, তিনটি দেশ সংশ্লিষ্ট সংলাপ করে যৌথ দলিল প্রকাশ করেছে। এর মধ্যে চীনসম্পর্কিত মন্তব্য বেইজিংয়ের দৃষ্টি কেড়েছে। চীন নিজের অভ্যন্তরীণ ব্যাপারে কয়েকটি দেশের ছোট চক্র গঠন করে হস্তক্ষেপ করা ও চীনের মুখে কালি দেওয়ার বিরোধিতা করে।
তিনি বলেন, বর্তমানে দক্ষিণ চীন সাগরের পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। চীন সবসময় দৃঢ়ভাবে নিজের ভৌগোলিক সার্বভৌমত্ব ও সমুদ্রের স্বার্থ রক্ষা করে চলেছে। চীন সংশ্লিষ্ট দেশের সাথে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতভেদ সমাধানের চেষ্টা করছে।
মুখপাত্র আরও বলেন, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান ইস্যু পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষার মূল কথা হল ‘এক-চীননীতি’। চীন সংশ্লিষ্ট দেশকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আঞ্চলিক দেশগুলোর প্রচেষ্টাকে আন্তরিকভাবে সম্মান করতে, স্নায়ুযুদ্ধের মানসিকতা পরিত্যাগ করতে, এবং সংঘাতের মনোভাব ও আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি থেকে বিরত থাকতে আহ্বান জানায়। (শুয়েই/আলিম/আকাশ)