বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন ও অগ্রগতি বেগবান করছে ‘বেল্ট অ্যান্ড রোড’
2024-01-08 10:03:11

“যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ চীন ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে আন্তঃযোগাযোগ শক্তিশালী করেছে। গণতান্ত্রিক কাঙ্গো এ উদ্যোগ থেকে সুবিধা গ্রহণ করছে।” চীনে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত বালুমুয়েন এনকুনা এক সাক্ষাত্কারে এমন কথা বলছিলেন। তিনি আরও বলেন, আফ্রিকান দেশটি ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা গভীরতর করা এবং বাস্তবতার সাথে এগিয়ে গিয়ে আফ্রিকা-চীন সহযোগিতার পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণকে বেগবান করবে।

২০২৩ সালে তিনি চীনের বেশ কয়েকট জায়গায় যান। তিনি বলেন, “আমি পুরোপুরিভাবে চীনের উন্নয়নের নতুন পরিবেশ উপলব্ধি করেছি এবং আফ্রিকা-চীন সহযোগিতার উত্সাহব্যঞ্জক দিগন্ত স্বচক্ষে দেখেছি।”

তিনি আরও বলেন, “চীন উল্লেখযোগ্য উন্নয়ন-সাফল্য অর্জন করেছে এবং ইতিবাচকভাবে বিশ্বের সঙ্গে উন্নয়ন সুযোগ ভাগাভাগি করছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন ও অগ্রগতি বেগবান করছে। এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক সহযোগিতামূলক প্ল্যাটফর্ম, যার শক্তিশালী আকর্ষণ আছে।”

তিনি বলেন, গণতান্ত্রিক কাঙ্গো ও চীনের মধ্যে মৈত্রী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আরও শক্তিশালী হয়ে উঠেছে। কাঙ্গোর উন্নয়ন ও অগ্রগতি চীনের সঙ্গে সহযোগিতা থেকে সুফল গ্রহণ করছে। গত শতাব্দীতে চীন সরকারের সাহায্যে নির্মিত পিপল’স প্যালেস ও শহীদ স্টেডিয়ামসহ বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত কাতাঙ্গা প্রদেশের বহুমুখী দৃষ্টান্তমূলক হাসপাতাল পর্যন্ত, আবার বহু রোড নির্মাণ প্রকল্প থেকে উচ্চভূমির ধানের পরীক্ষামূলক চাষের মতো কৃষি সহযোগিতা পর্যন্ত - দু’দেশের সহযোগিতার ক্ষেত্র ব্যাপক ও ফলপ্রসূ।

বালুমুয়েন বলেন, ২০২১ সালের জানুয়ারিতে দেশটি চীনের সঙ্গে ‘বেল্ট অ্যান্ড রোড’ সমঝোতা স্মারক স্বাক্ষর করার সময় থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। রাজধানী কিনশাসার নিকটবর্তী কিনসুকা ২২০ কিলোভোল্ট ট্রান্সফর্মার সাবস্টেশন প্রকল্পের ২০২৩ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। কেন্দ্রীয় কিনশাসায় অবস্থিত আফ্রিকান সংস্কৃতি ও শিল্প কেন্দ্রও নির্মাণের শেষ পর্যায়ে প্রবেশ করেছে। এসব প্রকল্প ‘বেল্ট অ্যান্ড রোড’ কঙ্গো ও পুরো আফ্রিকান অঞ্চলের জন্য ডেকে আনা কল্যাণের প্রতিফলন। ভবিষ্যতে দু’দেশ উচ্চমানের সহযোগিতা গভীরতর করার মাধ্যমে আরও বেশি পরিবহন অবকাঠামো নির্মাণ প্রকল্প করে, কঙ্গোকে আফ্রিকার আন্তঃযোগাযোগ কেন্দ্র হওয়ার ক্ষেত্রে সহায়তা দেবে।

যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণ করা একটি সুবিধাজনক বিনিময় ও যোগাযোগের পথ, যা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানকে শক্তিশালী করছে। বালুমুয়েন বলেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক গোষ্ঠী হিসাবে অর্থনৈতিক বিশ্বায়ন বেগবানে চীন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। আফ্রিকান দেশটির দৃঢ় বিশ্বাস, বিশ্ব অবাধ বাণিজ্য ও বিশ্ব উন্নয়ন বৃদ্ধির ক্ষেত্রে ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা নতুন অবদান রাখবে। (প্রেমা/রহমান)