জানুয়ারি ৮: আজ (সোমবার) বিকালে, চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানায়, চলতি বছরের বসন্ত উত্সবকে কেন্দ্র করে, ২৬ জানুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত মোট ৪০ দিনে, ৮ কোটি যাত্রী বিমানে যাতায়াত করবেন বলে অনুমান করা হচ্ছে। এ সময় গড়ে প্রতিদিন বিমানযাত্রীর সংখ্যা হবে ২০ লাখ, যা একটি নতুন রেকর্ড।
প্রশাসনের জনৈক কর্মকর্তা জানান, বেইজিং, শাংহাই, হংকং, ছেংতু, ছংছিংসহ বিভিন্ন বড় শহর হবে বিমানযাত্রীদের মূল গন্তব্য। এ ছাড়া সানইয়া, দেশের উত্তরপূর্ব অঞ্চল ও সিনচিয়াং উক্ত সময়ে পর্যটকদের আকর্ষণ করবে। পাশাপাশি, চীনা পর্যটকরা জাপান, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়াও ভ্রমণে যাবেন।
(আকাশ/আলিম/ফেইফেই)