চীনা কোম্পানির বিরুদ্ধে মার্কিন দমননীতির সমালোচনায় বেইজিং
2024-01-08 18:41:25

জানুয়ারি ৮: আজ (সোমবার) নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, তথাকথিত "জাতীয় নিরাপত্তা"-র অজুহাতে, যুক্তরাষ্ট্র চীনে চিপ রপ্তানির ওপর নিয়ন্ত্রণব্যবস্থা আরও কড়াকড়ি করেছে এবং অযৌক্তিকভাবে চীনা সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোকে দমন করার নীতি অনুসরণ করছে। এটি এক ধরনের অর্থনৈতিক আধিপত্যবাদ। বেইজিং এর তীব্র প্রতিবাদ জানায়।

মুখপাত্র বলেন, এ ধরনের আচরণ চীনের বিরুদ্ধে মার্কিন বৈষম্যমূলক নীতির বহিঃপ্রকাশ এবং ‘শুল্ক ও বাণিজ্যসম্পর্কিত সাধারণ চুক্তি’-র এক নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট চীনা টেলিকমিউনিকেশন সরঞ্জাম কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করেছে এবং চীনে তৈরি টেলিযোগাযোগ সরঞ্জাম মার্কিন বাজারে প্রবেশে বাধা দিচ্ছে। এ আচরণ ‘শুল্ক ও বাণিজ্যসম্পর্কিত সাধারণ চুক্তি’-র অনুচ্ছেদ-১১-এর লঙ্ঘন। একই সময়ে, মার্কিন নিষেধাজ্ঞা ‘বাণিজ্যে প্রযুক্তিগত বাধা সংক্রান্ত চুক্তি’-র সংশ্লিষ্ট ধারারও সুস্পষ্ট লঙ্ঘন। যুক্তরাষ্ট্র প্রায়ই "আন্তর্জাতিক নিয়ম" মেনে চলতে অন্যদের উপদেশ দেয়, কিন্তু নিজে সুবিধামতো তা উপেক্ষা বা ভঙ্গ করে। (জিনিয়া/আলিম/ফেই)