জানুয়ারি ৭: স্থানীয় সময় আজ (রোববার), পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সদর এলাকায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দুটি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে, ৪ ব্যক্তি নিহত ও অন্য ৩ জন আহত হয়। হামলাকারীদের স্থানীয় পুলিশ এখনো আটক করতে পারেনি। (জিনিয়া/আলিম/ফেই)