২০২৩ সালে সিচাং-এর বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে
2024-01-07 15:33:44

জানুয়ারি ৭: ২০২৩ সালে চীনের সিচাং (তিব্বত) স্বায়ত্তশাসিত অঞ্চলে ২২০টি বসবাসের উপযোগী নতুন গ্রাম গড়ে তোলা হয়েছে এবং ৪০ হাজার পরিবারের টয়লেট সংস্কার করা হয়েছে। তা ছাড়া, শহর ও গ্রামের মধ্যে সমন্বয়ের কাজও প্রত্যাশা অনুসারে সম্পন্ন হয়েছে। আজ (রোববার) আয়োজিত সিচাং (তিব্বত)-এর দ্বাদশ গণকংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে এ তথ্য প্রকাশ করা হয়।

গণকংগ্রেসে আরও জানানো হয়, ২০২৩ সালে সিচাংয়ে ৮০০ বর্গকিলোমিটার ভূমি সবুজায়ন করা হয়; সীমান্ত বাণিজ্য লজিস্টিক শিল্প পুনরুদ্ধার করা হয়; এবং ১৫টি ঐতিহ্যবাহী সীমান্ত বাণিজ্য পয়েন্ট পুনরায় চালু করা হয়। (শুয়েই/আলিম/আকাশ)