বিশ্বব্যাপী এইচএসকে পরীক্ষা-২০২৩ সমাপ্ত
2024-01-07 20:30:18


জানুয়ারি ৭: সম্প্রতি বিশ্বের বিভিন্ন অঞ্চলে এইচএসকে পরীক্ষা তথা চীনা ভাষার দক্ষতা পরীক্ষা শেষ হয়েছে। প্রাপ্ত তথ্যানুসারে, এবার বিশ্বের ১৬৩টি দেশ ও অঞ্চলে মোট ১৩৭৪টি পরীক্ষাকেন্দ্রে ৭ লক্ষাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। 


মিয়ানমারে গত বছরের সর্বশেষ এইচএসকে পরীক্ষা মন্ডালের একটি কনফুসিয়াস ক্লাসরুশে আয়োজন করা হয়। মোট ৬৬৬৭ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। 


ইতালিতে ২০২৩ সালের সর্বশেষ এইচএসকে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য, ভেনিস বিশ্ববিদালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট উদ্যোগ নেয়। চীনা ভাষার শিক্ষকরা প্রতিদিন এইচএসকে পরীক্ষায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি, এবারের পরীক্ষায় দু’জন প্রতিবন্ধীও অংশগ্রহণ করেন। কনফুসিয়াস ইন্সটিটিউট তাদের বিশেষ সেবা দেয়। 


এদিকে ব্রাজিলে এইচএসকে পরীক্ষার আগে, শিক্ষার্থীদের জন্য কনফুসিয়াস  ইনস্টিটিউটের শিক্ষকরা বিশেষ গাইড কোর্স সম্পন্ন করেন। 

(আকাশ/আলিম/ফেইফেই)