চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর
2024-01-06 15:50:18

জানুয়ারি ৬: বৃহস্পতি থেকে শনিবার, চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েই তুং,মিয়ানমার সফর করেন। এ সময় তিনি সেদেশের নেতা মিন অং হ্লাইং-র সঙ্গে দেখা করেন এবং মিয়ারমানের উপ-পররাষ্ট্রমন্ত্রী লুইন ওও-এর সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ও মিয়ানমারের উত্তরাঞ্চলের পরিস্থিতিসহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেন।

আলোচনায় তাঁরা দু’দেশের নেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে, অব্যাহতভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ ও চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন করতে, এবং চীন-মিয়ানমার অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তুলতে একমত হন। আলোচনায় আরও সিদ্ধান্ত হয় যে, দু’দেশ যৌথভাবে চীন-মিয়ানমার সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে; আঞ্চলিক শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে; এবং চীন উত্তর মিয়ানমারে শান্তি-প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে। (শুয়েই/আলিম)