মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের গণনিরাপত্তামন্ত্রীর ফোনালাপ
2024-01-06 18:14:49

জানুয়ারি ৬: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও গণনিরাপত্তামন্ত্রী ওয়াং সিয়াওহং গতকাল (শুক্রবার) মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়ার পায়ের সাথে ভিডিও-ফোনে কথা বলেন।

এ সময় ওয়াং সিয়াওহং বলেন, চীন সবসময়ই চীন-মিয়ানমার সম্পর্ককে কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখে আসছে এবং দুই দেশের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন করতে, আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিত গভীরতর করতে, কাজ করে যেতে ইচ্ছুক।

সাইবার অপরাধ দমন, চীন-মিয়ানমার সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করা, এবং চীন-মিয়ানমার অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় মিয়ানমারের মন্ত্রী বলেন, তার দেশ চীনের সাথে আইন প্রয়োগ ও নিরাপত্তা খাতে সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক এবং মিয়ানমার ও চীনের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। (জিনিয়া/আলিম/ফেই)