মালদ্বীপের প্রেসিডেন্টের আসন্ন চীন সফর সম্পর্কে চীনের মুখপাত্রের বক্তব্য
2024-01-05 19:44:05

জানুয়ারি ৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত সাংবাদ সম্মেলনে জানিয়েছেন, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর আসন্ন চীন সফর হবে ক্ষমতাসীন হওয়ার পর তাঁর প্রথম চীন সফর। প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর জন্য সংবর্ধনা অনুষ্ঠান ও ভোজের আয়োজন করবেন। দু’নেতা আনুষ্ঠানিক বৈঠকে বসবেন এবং যৌথভাবে সহযোগিতামূলক দলিল স্বাক্ষরে উপস্থিত থাকবেন। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চি প্রেসিডেন্ট মুইজ্জু’র সঙ্গে সাক্ষাৎ করবেন।

ওয়াং ওয়েন বিন বলেন, চীন ও মালদ্বীপের মৈত্রী দীর্ঘকালের। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫২ বছরে চীন ও মালদ্বীপ বরাবরই পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শন ও সমর্থন করে আসছে। যা বড় ও ছোট দেশের মধ্যে সমতাসম্পন্ন সহাবস্থান এবং পারস্পরিক উপকারিতামূলক অর্জনের দৃষ্টান্ত স্থাপন করেছে।

২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মালদ্বীপ সফর করেন উল্লেখ করে মুখপাত্র জানান, দু’দেশ সে সময় একমত হয়েছিল যে, চীন ও মালদ্বীপের ভবিষ্যমমুখী সার্বিক বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করবে। গত ১০ বছরে চীন ও মালদ্বীপের সম্পর্কের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় দু’দেশের যৌথ নির্মাণ ব্যাপক ফলপ্রসূ হয়েছে। দু’দেশের মৈত্রী অব্যাহতভাবে গভীরতর হয়েছে। এবারের সফরে চীন ও মালদ্বীপের শীর্ষ নেতারা দু’দেশের সম্পর্কোন্নয়নে নতুন কৌশলগত পরিকল্পনা প্রবর্তন করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।

(রুবি/হাশিম/শিশির)