২০২৩ সালে ৪৩০০ জনের বেশি বিদেশী অতিথি সিনচিয়াং সফর করেন
2024-01-05 19:12:54

জানুয়ারি ৫: ২০২৩ সালে বিশ্বে নানা দেশ ও আন্তর্জাতিক সংস্থার ৪০০টি প্রতিনিধি দলের ৪ হাজার ৩০০ জনের বেশি বিদেশী অতিথি চীনের সিনচিয়াংয়ে সফর করেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ(শুক্রবার)বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ওয়াং বলেন, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, মিসর, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা, আরব লীগ, ইসলামী সহযোগিতা সংস্থার সদস্যরা রয়েছেন।  তারা সরকারি কর্মকর্তা, কূটনৈতিক দূত,ধর্মীয় ব্যক্তি,বিশেষজ্ঞ, সাংবাদিক ও সাধারণ মানুষ। বিদেশি অতিথিরা সিনচিয়াংয়ে  মসজিদ, ইসলামিক একাডেমী দেখেত যান, সিনচিয়াংয়ের রাস্তা, কারখানা, গ্রামে গিয়ে সাধারণ মানুষের সুখি জীবনযাপনের  খোঁজ খবর নিয়েছেন।

জাপানের একজন অতিথি বলেছেন, আমি স্বচোখে সিনচিয়াংয়ের মানুষের সুখি জীবনযাপন দেখেছি এবং এখানে নানা জাতির মানুষ ডালিমের বীজের মতো একে অপরের সঙ্গে মিশে রয়েছেন। পাকিস্তানের অতিথি বলেছেন, যেখানে আমরা যাই  দেখতে পাই মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করে তা পাশ্চাত্য মাধ্যমের ভয়াবহ খবরের সঙ্গে কোন মিল নেই। তৃতীয়  বারের মতো সিনচিয়াংয়ে সফর করেন ফরাসি লেখক ভিভাস। তিনি বলেছেন, যদি চীন সরকার মসজিদ নির্মূল করে, মানুষের ধর্মীয় বিশ্বাসের উপর বিধিনিষেধ দেয় তাহলে কেন প্রতি বছর ৩ হাজার জনের বেশি ধর্মীয় কর্মী লালন করা হয়? আরেকজন ফরাসি পণ্ডিত বলেছেন, বিশ্বের পেটেন্টের ৪০ শতাংশ আয়ত্ত করেছে চীন, এমন দেশে জোরপূর্বক শ্রমের কী দরকার?

ওয়াং ওয়েন পিন বলেছেন, স্বচোখে দেখলে বিশ্বাস হয়। কোন কোন দেশ সিনচিয়াং নিয়ে একদিকে গুজব ছড়িয়েছে অন্য দিকে গাজায় মানবিক ট্র্যাজেডি দেখেও না দেখার ভান করে। একে পুরোপুরি দ্বিমুখী আচরণ বলে মন্তব্য করেন চীনা মুখপাত্র।

(শিশির/হাশিম/রুবি)