ইরানের বিস্ফোরণের দায়িত্ব স্বীকার আইএসের
2024-01-05 16:16:49

জানুয়ারি ৫: চরমপন্থি সংগঠন আইএস গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত একটি বিবৃতিতে ইরানের কেরমানে দুটি বিস্ফোরণে ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।

বিবৃতিতে বলা হয়, দুই হামলাকারী কেরমেনে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি সেদিন বলেন, হামলায় নিহতদের সংখ্যা ৮৪ জন, আর ২৮৪ জন আহত হয়েছে।

উল্লেখ্য, কেরমান শহর হল কেরমান প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর, যা হামলায় নিহত সিনিয়র জেনারেল কাসেম সোলাইমানির  জন্মস্থান। ৩ তারিখ সোলেইমানি স্মরণ অনুষ্ঠান সেখানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে শত শত মানুষের সমাগম হয়। দুটি হামলা সোলাইমানির কবরস্থানের পাশে ঘটে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ী ও প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি এই হামলাকে ‘ভয়াবহ অপরাধ’ বলে নিন্দা জানিয়েছেন।

(তুহিনা/হাশিম/রুবি)