আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মারুফ মোল্লা। তিনি অনেক বছর ধরেই চীনের কুয়াং চৌ শহরে বসবাস করে আসছেন। কুয়াং চৌতে এক আন্তর্জাতিক শিক্ষাকেন্দ্রের প্রধান হিসেবে কাজ করছেন তিনি। ঢাকায় তিনি প্রতিষ্ঠা করেছেন বেল্ট অ্যান্ড রোড চায়নিজ সেন্টার (বিআসিসি)। তিনি চীনকে ভীষণ ভালোবাসেন, চীনা সংস্কৃতি বিশেষ করে চীনা ভাষা অনেক পছন্দ করেন। তাঁর প্রশিক্ষণকেন্দ্রে ডক্টর মারুফ চীন ও চীনা সংস্কৃতি প্রচার করেন। পাশাপাশি, চীন ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় ও উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তাঁর উদ্যোগে বিআইসিসি প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার জন্য একটি ভালো চ্যানেল সৃষ্টি করেছে। সম্প্রতি, তাঁর উদ্যোগে প্রথম ‘বেল্ড অ্যান্ড রোড’ সংক্রান্ত চীনা বিশ্ববিদ্যালয় এবং বিদেশী সহযোগিতামূলক অংশীদার সম্মেলন কুয়াংচৌতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের শিক্ষামন্ত্রীর সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরীক্ষার পরিচালক, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর যুগ্ম বিভাগের উপ-পরিচালক, বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি এবং অনেক বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো, চলুন, কথা বলি তাঁর সঙ্গে।