সংঘর্ষ অবসান হলে গাজার বেসামরিক বিষয়গুলো ফিলিস্তিনী প্রশাসনে চলবে: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী
2024-01-05 16:32:08

জানুয়ারি ৫: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট জানিয়েছেন যে, চলমান সংঘর্ষের অবসান হলে গাজায় বেসামরিক বিষয়গুলো ফিলিস্তিনি প্রশাসন পরিচালনা করবে। আর ইসরায়েল গাজার নিরাপত্তার দায়িত্বে থাকবে।  

গতকাল বৃহস্পতিবার রাতে তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেন যে, ইসরায়লের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের পর গাজায় ইসরায়েলি বেসামরিক ব্যক্তিরা আর থাকবে না। ইসরায়লের ওপর হামলা না করলে গাজায় বেসামরিক প্রশাসনের দায়িত্ব ফিলিস্তিনিদের দেওয়া হবে।  

গাজায় ইসরায়ল ও ফিলিস্তিনের সংঘর্ষের পর নিরাপত্তা-প্রশাসন নিয়ে তিনি বলেন, হামাসের নিয়ন্ত্রণ গাজায় বাসিন্দাদের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করবে। এটা ইসরায়েল মেনে নেবে না এবং তাদের বিরুদ্ধে ‘অভিযানের স্বাধীনতা’ বহাল থাকবে।  

দু’পক্ষের চলমান সংঘর্ষ তৃতীয় পর্যায়ে প্রবেশ করেছে বলে উল্লেখ করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলের বিমান ও স্থল হামলায় হামাসের ভূগর্ভস্থ টানেল বিধ্বস্ত হয়েছে বলে জানান তিনি।  

গত ৭ অক্টোবর থেকে ইসরায়ল ও ফিলিস্তিনের মধ্যে নতুন দফার সংঘর্ষ ঘটার পর গাজায় ইসরায়লি বাহিনীর সামরিক অভিযানে ২২ হাজার জনেরও বেশি নিহত এবং ৫৭ হাজারের বেশি আহত হয়েছে। (সুবর্ণা/হাশিম/রুবি)