রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে প্রায় ৫০০ বন্দি বিনিময়
2024-01-04 16:48:40

জানুয়ারি ৪: রাশিয়া এবং ইউক্রেন গতকাল(বুধবার) একটি বড় আকারের বন্দি বিনিময় করেছে। দু পক্ষ ২০০ জনেরও বেশি বন্দিকে মুক্তি দিয়েছে।

রাশিয়ার প্রতিক্ষা মন্ত্রণালয় বুধবার রাতে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ২৪৮ জন রুশবন্দি ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকা থেকে রাশিয়ায় ফিরে এসেছেন।

একই দিনে ইউক্রেন বন্দি বিনিময় বিষয় বিভাগ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এটা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে সংঘর্ষ বাড়ার পর থেকে বেশি সংখ্যক বন্দি বিনিময় করার ঘটনা। ইউক্রেনের পক্ষে মোট ২৩০ জন বন্দি মুক্তি পেয়েছে। এদের মধ্যে, ১৩০ জন ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সৈন্য, ৫৫ জন ইউক্রেনীয় ন্যাশনাল গার্ড কর্মী, ৩৮ জন সীমান্তরক্ষী কর্মী, ১ জন জাতীয় পুলিশ এবং ৬ জন বেসামরিক নাগরিক।

ইউক্রেনের প্রেসিন্ডেন্ট ভলোদিমির জেলেনস্কি জন্মভূমিতে ফিরে আসা সব বন্দিদের অভিনন্দন জানিয়েছেন। ইউক্রেনের অন্যসব বন্দিকে মুক্ত করার সর্বোচ্চ প্রচেষ্টা নেয়া হবে বলেও জানান দেশটির প্রেসিডেন্ট।

(অনুপমা/হাশিম)