চীনা শিক্ষার্থীদের স্বাগত জানানোর দৃষ্টিভঙ্গি বাস্তবে রাখতে তাগিদ চীনের: মুখপাত্র
2024-01-04 19:41:45

জানুয়ারি ৪: চীনা শিক্ষার্থীদের সত্যিকারভাবে স্বাগত জানানোর দৃষ্টিভঙ্গি বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে বেইজিং। আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ওয়াং বলেন, দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র রাজনীতি বিবেচনা করে দেশটিতে যাওয়া বৈধ সার্টিফিকেট ও ভিসার অধিকারী চীনা শিক্ষার্থীদের বহুবার তল্লাশি করে, নির্যাতন করে এবং বন্দি রাখে, এমন কি তাদের তাড়িয়ে দেয়। দেশটির এ আচরণ বৈষম্যপূর্ণ এবং রাজনীতিক উদ্দেশ্য-প্রণোদিত। চীন এর তীব্র নিন্দা ও বিরোধিতা জানায়। যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অপপ্রয়োগ করে একাডেমিক গবেষণা নিয়ে রাজনীতি করে, যা চীনা শিক্ষার্থীদের বৈধ স্বার্থ ক্ষতি করার পাশাপাশি দু’দেশের সাংস্কৃতিক বিনিময়ের পরিবেশ নষ্ট করেছে। এটি দু’দেশের শীর্ষনেতাদের মধ্যে পৌঁছানো দ্বিপাক্ষিক আদান-প্রদানের মতৈক্য লঙ্ঘণ করেছে।

মুখপাত্র বলেন, চীন যুক্তরাষ্ট্রকে ১০০৪৩ নম্বর প্রশাসনিক নির্দেশনার ভুল সংশোধন করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চীনা শিক্ষার্থীদের রক্ষা এবং চীন-যুক্তরাষ্ট্র সাংস্কৃতিক বিনিময় এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পালন করবে বলে আশা প্রকাশ করে বেইজিং।

সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন যে, জানা গেছে, বেশ কয়েকজন চীনা শিক্ষার্থী সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন করার সময় দীর্ঘকাল ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেছে  এবং তাদের নেওয়া মোবাইল ও কোম্পিউটারসহ নানা ইলেক্ট্রনিক্স দ্রব্য পরীক্ষা করেছে। কিছু কিছু শিক্ষার্থীর ভিসা বাতিল করে দেওয়া এবং ৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে যেতে নিষেধ করা হয়।

(রুবি/হাশিম/লাবণ্য)