চীন অব্যাহতভাবে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ইঞ্জিন হয়ে থাকবে: চীনা মুখপাত্র
2024-01-04 20:29:53

জানুয়ারি ৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (বৃহস্পিতবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে ২০২৪ সালে বৈশ্বিক অর্থনীতিতে চীনের অবদান সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, বিগত এক বছরে চীনের অর্থনীতি বহিঃর্বিশ্বের চাপ সত্ত্বেও স্থিতিশীলভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গুণগত মানসম্পন্ন উন্নয়নও মজবুতভাবে এগিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাসে দেখা যায়, ২০২৩ সালে চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার ৫.২ শতাংশের কাছাকাছি। প্রবৃদ্ধির হার বিশ্বের প্রধান প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে। চীন বৈশ্বিক প্রবৃদ্ধি’র বৃহত্তম ইঞ্জিন বলিও তিনি উল্লেখ করেন।

মুখপাত্র বলেন, বাস্তবতা থেকে বোঝা যায়, চীনের অর্থনীতি স্থিতিশীলতা বজায় রাখার সঙ্গে সঙ্গে আরও ভালো দিকে যাওয়া এবং দীর্ঘস্থায়ীভাবে উন্নতি হওয়ার ধারা পরিবর্তিত হয়নি। চীনের অর্থনীতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় আস্থাশীল। নতুন বছরে চীন অব্যাহতভাবে উন্নয়নের নতুন ধারণা বাস্তবায়ন করে যাবে, উন্নয়নের নতুন প্যার্টানের গঠন দ্রুততর করে যাবে, উচ্চ গুণগত মানসম্পন্ন বৈদেশিক উন্মুক্ততা সম্প্রসারণ করে যাবে এবং বিশ্বের সঙ্গে চীনা বৈশিষ্ট্যসময় আধুনিকায়নের বয়ে আনা নতুন সুযোগ ভাগাভাগি করে যাবে। লিলি/হাশিম।