জাপানের নোটো অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে ৮১
2024-01-04 19:52:33

জানুয়ারি ৪: জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের নোটো অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। আরও ৫১ জন এখনো নিখোঁজ রয়েছেন। জাপানের সংবাদমাধ্যম এনএইচকে আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানায়।

বর্তমানে সংশ্লিষ্ট উদ্ধার কাজ চলছে। তবে ‘নালী ৭২ ঘন্টার’ সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে আটকে পড়া জনগণের বেঁচে থাকার আশা ব্যাপকভাবে কমে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

নোটোর ভূমিকম্প-কবলিত অঞ্চলে খাদ্য, পানি, গরম করার সরঞ্জাম এবং ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তীব্র ঘাটতি হচ্ছে। খারাপ আহবাওয়া ও বিচ্ছিন্ন সড়কসহ নানা কারণে উদ্ধারসামগ্রি সুষ্ঠুভাবে পরিবহন করা যায়নি। বর্তমানে নানা আশ্রয় কেন্দ্রে ভিড় করছেন দুর্গত মানুষজন।

জাপানের আবহাওয়া দপ্তরের সূত্র থেকে জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত নোটো অঞ্চলে রিখটার স্কেলে ১ বা তার বেশি মাত্রার পরাঘাতের সংখ্যা ৫৯২টি এবং মাঝেমাঝে রিখটার স্কেলে ৫ মাত্রার পরাঘাত ঘটে। ভূমিকম্প-কবলিত অঞ্চলের জনগণকে ভূমিকম্পের পর ভূমিধসসহ ছোটখাট দুর্যোগের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

লিলি/হাশিম।